চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও নগদ টাকা সহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইয়ানুর হোসেন শুভ গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে সদর মডেল থানার জোড়গাছী বটতলা হাট এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ। তার ঘর তল্লাশী কর ১,৩৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়লব্ধ ৩ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা এবং একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। ডিএনসি জানায়, গ্রেপ্তার ইয়ানুর হোসেন শুভ একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ডিএনসির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। শুভর শয়নকক্ষে তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও নগদ টাকা।
স্থানীয়দের বরাতে ডিএনসি জানায়, ইয়ানুর হোসেন শুভ দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার অত্যাচারে বটতলা হাট এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন:








