ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া হাইওয়ে মুজাহিদ নগর আন্ডারপাসের দক্ষিণ পাশে ঝিলমিল সংলগ্ন রাস্তায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২১ নভেম্বর ) সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্রাক থামিয়ে রাস্তার পাশে প্রস্রাব করতে গেলে ট্রাকচালক মোহাম্মদ রানা হোসেন (২৭) চারজন ছিনতাইকারীর কবলে পড়েন। তারা রানা হোসেনকে জোরপূর্বক আটকে শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে জখম করে নগদ ১৮,৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ভিকটিমের চিৎকারে ঘটনাস্থলের পাশেই দায়িত্ব পালনরত এএসআই রেজাউল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত এগিয়ে যান। এসময় পালানোর চেষ্টা করলে মো. আল আমিন (৩০) নামের এক ছিনতাইকারীকে একটি সুইচ গিয়ার ছুরিসহ আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর তিনজন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন জানান এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৫৩(১১)২৫ ধারা ৩৯৪ পেনাল কোডে মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
আরও পড়ুন:








