রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

আমেরিকা প্রবাসী পরিচয়ে তরুণীকে বিয়ে, প্রতারণার অভিযোগ

দোয়ারাবাজার ( সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ১৭:২৩

শেয়ার

আমেরিকা প্রবাসী পরিচয়ে তরুণীকে বিয়ে, প্রতারণার অভিযোগ
ছবি: বাংলা এডিশন

আমেরিকা প্রবাসী পরিচয়ে লালসায় ফেলে ডুবাই প্রবাসী কর্তৃক তরুণীকে বিয়ে আর শ্বশুরবাড়ির লোকজনকে বিদেশ নিতে চেয়ে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ১ টার দিকে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত ব্যাক্তি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল রানাফিন এলাকার মোহাম্মদ আলা উদ্দিনের পুত্র ডুবাই প্রবাসী কেফায়েত হোসেন ফারদিন(৩০)

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার বলেন, ২০২৪ সালের ২৯ এপ্রিল আমেরিকা প্রবাসী পরিচয়ে, সিলেট শহরে নিজ মালিকানাধীন ৩ টি বিল্ডিং এবং একটি প্রাইভেট কার আছে ও বিয়ের পরে তরুণীকে আমেরিকা নিয়ে যাবে এমন প্রলোভনে নুসরাত জাহান তিথি (২১) নামে তরুণীকে বিয়ে করেন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সুন্দিশাইল রানাফিন এলাকার মোহাম্মদ আলা উদ্দিনের পুত্র ডুবাই প্রবাসী কেফায়েত হোসেন ফারদিন(৩০। নুসরাত জাহান তিথি সিলেট বিমানবন্দর এলাকার কুরবান টিলার বাসিন্দা আহসানুল হক'র মেয়ে

ভুক্তভোগী জানান,ডুবাই প্রবাসী ফারদিন বিবাহের আগে নিজেকে আমেরিকা প্রবাসী পরিচয় দিলেও বিয়ের কয়েক দিন পরেই ধরা পড়ে তার আসল চরিত্র। তিথি ও তার পরিবার জানতে পারে বিবাহের সময় পরিচয়দানকারী ফারদিনের পিতা- মাতা ছিলেন ভূয়া। সে আমেরিকা প্রবাসী নয় এবং সিলেট শহরেও তার কোন সম্পত্তি নেই। এসব বিষয়ে জানার পর তিথি ও তার পরিবার ফারদিন সম্পর্কে বিভিন্ন ভাবে খোঁজ নিতে গিয়ে জানতে পারে যে নুসরাত জাহান তিথিকে ডুবাই প্রবাসী কেফায়েত হোসেন ফারদিন আমেরিকা প্রবাসী পরিচয়ে এবং ভূয়া তথ্য দিয়ে বিবাহ করে। আর বিবাহ করার উদ্দেশ্য ছিলো ক'দিন পর সংযুক্ত আরব আমিরাতে (ডুবাই) গিয়ে তিথিকে বিক্রি করে দেওয়া। এমন তথ্য প্রমান পাওয়ার পর মেয়ে ও তার পরিবার ডুবাই প্রবাসী ফারদিনকে জিজ্ঞেস করলে সে এড়িয়ে চলে। কয়েকদিন পর স্ত্রী নুসরাত জাহান তিথিকে শারিরীক ভাবে নির্যাতন করতে শুরু করেনানান হুমকি প্রদর্শন করেপ্রতারক স্বামীর এমন নির্যাতন সহকরতে না পেরে একপর্যায়ে স্বামীর বাসা থেকে পালিয়ে বাবার বাসায় চলে যায় তিথিসেখানে যাওয়ার পর সে নির্যাতনে অতিষ্ঠ হয়ে আর স্বামীর ঘর করবেন না বলে অস্বীকৃতি জানালে একপর্যায়ে চলতি বছরের ১৩ জুলাই তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ ডিভোর্স হয়।

ডিভোর্সের পর থেকে নুসরাত জাহান তিথি ও তার পরিবারকে নানা ভাবে হুমকি দিতে থাকে কেফায়েত হোসেন ফারদিন। হুমকি দিয়ে বলা হয় তার সাথে ডুবাই আসবে আর না হয় তাকে টাকা দিতে হবে তা না হলে তার মোবাইলে সংগ্রহকৃত তিথির ব্যক্তিগত আপত্তিকর ছবি, ভিডিও ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে এমনকি আর কোথাও বিয়ে দিতে পারবেনা। প্রতারক কেফায়েত হোসেন ফারদিন কর্তৃক এমন হুমকি- ধামকিতে নিরাপত্তা হীনতায় ভোগছেন নুসরাত জাহান তিথি ও তার পরিবার। নিরুপায় হয়ে ভুক্তভোগী পরিবার শুক্রবার গ্রামের বাড়ি দোয়ারাবাজার উপজেলায় এসে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তারা কেফায়েত হোসেন ফারদিন এর সুষ্ঠু বিচার ও প্রশাসনের নিকট তাদের নিরাপত্তা দাবি করেন।

চলতি বছরের ১৩ জুলাই ডিভোর্স হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে আপত্তিকর ছবিও ভিডিও পোস্ট করে হেনস্তা করছে পুরো পুরিবার কে। বিভিন্ন অশালীন ছবির সাথে নুসরাত জাহান তিথির ছবি এডিট করে পোস্ট করা হচ্ছে নিয়মিত এতে তাঁদের পুরো পরিবার পরেছে হুমকির মুখে।



banner close
banner close