রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ভূমিকম্পে কেঁপে উঠলো সিরাজগঞ্জ

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ১৫:১১

শেয়ার

ভূমিকম্পে কেঁপে উঠলো সিরাজগঞ্জ
প্রতীকী ছবি।

সিরাজগঞ্জে হঠাভূমিকম্প অনুভূত হওয়ায় জেলা জুড়ে স্বল্প সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার ২১ নভেম্বর সকাল ১০টা ৩৯ মিনিটে প্রায় ১০ সেকেন্ড স্থায়ী এ কম্পন শহরসহ আশপাশের এলাকায় অনুভূত হয়।

তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, কয়েক সেকেন্ডের একটি ভূমিকম্প শনাক্ত হয়েছে। এর মাত্রা যাচাইয়ের কাজ চলছে, যা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

কম্পন টের পেয়ে শহরের বেশিরভাগ ভবন থেকে লোকজন দ্রুত নিচে নেমে আসে। অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নেন। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।



banner close
banner close