রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

এক বছরে ব্রাহ্মণবাড়িয়ায় ২৫৪ কোটি টাকার ভারতীয় পন্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ১৫:১১

আপডেট: ২১ নভেম্বর, ২০২৫ ১৫:১৫

শেয়ার

এক বছরে ব্রাহ্মণবাড়িয়ায় ২৫৪ কোটি টাকার ভারতীয় পন্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে ভারতের প্রায় ৩৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। জেলার বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার সঙ্গে রয়েছে ভারতের স্থল সীমানা৷ অন্য দিকে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা এছাড়াও কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। চলতি বছরজুড়ে সীমান্তে অবৈধ পণ্য পাচার প্রতিরোধে ব্যাপক সাফল্য অর্জন করেছে সরাইল ২৫ বিজিবি এবং সুলতানপুর ৬০ বিজিবি।

এরই ধারাবাহিকতায় সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অক্টোবর ২০২৪ থেকে অক্টোবর ২০২৫ এক বছরে সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদকদ্রব্য এবং চোরাচালানের মালামাল জব্দ করেছে যার মূল্য ১৪৪ কোটি ০৭ লক্ষ ৯৩হাজার ২৪০টাকা।

অন্যদিকে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি এ বছরে এখন পর্যন্ত ব্যাটালিয়নটি ১১০ কোটি টাকারও বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে।

২৫ বিজিবি এবং ৬০ বিজিবি এক বছরে প্রায় ২৫৪কোটি টাকার বেশি অবৈধ পন্য জব্দ করেছে। এ বিষয়ে ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বাংলায় এডিশনকে জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনো ধরণের অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

বিজিবির এ ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার কার্যক্রম হ্রাস পেয়েছে এবং সাধারণ মানুষের আস্থাও আরও বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।

৬০ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, চলতি বছরে ১১০ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে ৬০ বিজিবি। বিজিবির নিয়মিত অভিযানের কারণেই সীমান্তে অবৈধ বাণিজ্য কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।



banner close
banner close