চাঁপাইনবাবগঞ্জে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান চলছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে নাচোল, গোমস্তাপুর ও সদর থানা পুলিশ। অপরাধ দমনে চলমান এ অভিযানে এখন পর্যন্ত মোট ৪০ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে চোর, ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার পলাতক আসামী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছে। এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনাবৃদ্ধির প্রেক্ষিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের ধরতে উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো, টহল জোরদার ও হঠাৎ অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশের একটি সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে পলাতক ও চিহ্নিত অপরাধীদের ধরতে আরো গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:








