ভূমিকম্পে ভবন হেলে আহত শতাধিক শ্রমিক
টঙ্গী স্টেশন রোড এলাকায় ভূমিকম্পে ছয়তলা একটি ভবন পাশের আরেকটি ভবনের ওপর হেলে পড়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বিভিন্ন গার্মেন্টসের শত শত শ্রমিক সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আশপাশের এলাকা কর্ডন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন:








