টঙ্গীর ৪৪ নং ওয়ার্ডের গোপালপুর এলাকায় যুবদল নেতা কামালের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী আরাফ রিফাত ও তার অনুসারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক বিবাদকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।
জানা যায়, গত বুধবার বিকেলে কামালের তিনতলা বাড়িতে দলবল নিয়ে ঢুকে ডাকাতির মতো হামলা, ভাঙচুর ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় আরাফ রিফাতের নেতৃত্বে থাকা সন্ত্রাসী চক্র।
হামলার সময় পরিবারটির সদস্যরা আতঙ্কের মধ্যে পড়ে এবং পরে তারা জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচারের আবেদন জানিয়ে থানায় অভিযোগ দায়ের ও সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন করার কারণে ছাত্রলীগের আরাফ রিফাত নেতৃত্বে ভুক্তভোগী কামালের বাড়িতে আবারও হামলা চালিয়ে সন্ত্রাসীরা।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, আরাফ রিফাত রাজনৈতিকভাবে সুবিধা নিতে সুকৌশলে বিএনপির ভেতরে বিভাজন সৃষ্টি করে এলাকায় অস্থিরতা বাড়াচ্ছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ঘরের সময় বাড়ি ভাড়াটিয়া ও আশপাশের দোকানদার দোকান বন্ধ করে এবং এলাকায় সাধারণ মানুষ তাদের ভয়ে দ্রুত ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করে দেখছেন বলে জানান।
আরও পড়ুন:








