রাজশাহীর দুর্গাপুরে পুকুরে মাছ ধরতে নিষেধ করায় জোসনা বিবি নামের এক বিধবা নারীকে গলায় হাসুয়া ঠেকিয়ে প্রাণনাশের হুমকি ও তাঁর পুকুরপাড়ে থাকা আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
বুধবার(১৯ নভেম্বর) সকালে উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিধবা জোসনা একজন অসহায় নারী।তার স্বামী দীর্ঘদিন আগে মারা যান। সকালের দিকে তারা চার ভাই জোসনা বেগমের পুকুরে জোর করে মাছ ধরার চেষ্টা করে এ সময় জোসনা বিবি নিষেধ করলে তার উপর চড়াও হয় এবং গলায় হাসুয়া ঠেকিয়ে তাকে হত্যার হুমকি দেয়। তারা প্রভাবশালী হওয়ায় এলাকায় তাদের বিরুদ্ধে মুখ খুলতে কেউ সাহস পায়না। ভুক্তভোগী জোসনা বিবি অভিযোগ করে জানান, গত বুধবার সকালে তার পুকুরে জোর করে মাছ ধরতে নামে
একই এলাকার হান্নান, মান্নান, গোলাপ ও বাবু নামের চার ব্যক্তি। এসময় মাছ ধরতে নিষেধ করলে ক্ষুব্ধ হয়ে তার গলায় হাসুয়া ঠেকিয়ে তাকে হত্যার হুমকি দেন ।পরে তারা পুকুরপাড়ে থাকা আমগাছগুলো কেটে ফেলে এতে ব্যাপক ক্ষতি হয় ওই অসহায় নারীর। এ ঘটনায় আতঙ্কে রয়েছেন অসহায় বিধবা জোসনা বিবি। তিনি দোষীদের দ্রুত শাস্তি ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান প্রশাসনের কাছে।
এ বিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আরও পড়ুন:








