রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই : গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ২৩:০২

আপডেট: ২০ নভেম্বর, ২০২৫ ২৩:০৭

শেয়ার

আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই : গোলাম পরওয়ার
সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা কখনো জান্নাতের টিকিট বিক্রি করি না। এটি ডাহা মিথ্যা কথা। তবে হ্যাঁ, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে কোন পথে চলতে হবে এবং আল্লাহর রাসুল (স.) যেটা শিখিয়েছেন, সেই পথটা আমরা দেখিয়ে দিই।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খুলনার ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি ঘোষণা করুক আগামী নির্বাচনে আমরা জিতলে কোরআনের আইন জারি করবো, তাহলে আমরা কালকে থেকে বিএনপি করবো। তারা বলুক, আমরা যদি জিতে যাই কোরআন শরিয়ার আইন জারি করবো, আমরা তোমারে ভোট দেব।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, রাষ্ট্র ও জীবনকে সুখ ও শান্তিময় করতে ইসলামী অনুশাসন প্রয়োজন। রাষ্ট্রে ইসলামী আইন চালু হলে সব ধর্ম-বর্ণ-গোত্রের মানুষ সুখে-শান্তিতে থাকবে। ন্যায় ও ইনসাফের সঙ্গে দেশ পরিচালিত হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, দখলদারিত্ব থাকবে না। একমাত্র ইসলামই সব মানুষের সমান অধিকার নিশ্চিত করতে পারে। ইসলাম প্রতিষ্ঠায় পুরুষের পাশাপাশি নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হজরত সুমাইয়া (আ.) ছিলেন মহিলা সাহাবীদের মধ্যে প্রথম শহীদ। আম্মাজান আয়েশা (রা.) ও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। তাই ন্যায়, ইনসাফ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে নারীদের এগিয়ে আসতে হবে।

ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা

সেক্রেটারি মো. কামরুল গাজীর পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন খানজাহান আলী থানা আমির ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন, জামায়াত নেতা মো. সুলতান মাহমুদ, মো. মোশারফ হোসেন, নূর ইসলাম গাজী, মো. রানা আকুঞ্জী প্রমুখ



banner close
banner close