টঙ্গীর গোপালপুর এলাকায় একটি বাসা বাড়িতে দফায় দফায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাতে কয়েকজন সন্ত্রাসী বিকালে থেকে শুরু করে কয়েক দফা বাড়িটিতে ঢুকে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর,হুমকি ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবার জানায়, হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করে। এসময় ঘর থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে যায়।
ঘটনার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশে কোন সহযোগিতা পায়নি বলে জানান ভুক্তভোগী পরিবারটি। এ ঘটনা আজ বৃহস্পতিবার দুপুরে ৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী যুবদল নেতা কামাল হোসেন স্ত্রী আফরোজা বেগম।এবং বিকাল টঙ্গীর একটি প্রেসক্লাবের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবারটি।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা অভি দেওয়ান ও পরিবারকে জড়িয়ে যড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করা হচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবারটি।
স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) মো.মহিউদ্দিন জানান, এটি ছোটখাটো সমসাময়িক ঘটনা, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








