ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ও সমাজসেবক মুফতি রায়হান জামিল গভীর রাতে অসহায়, দরিদ্র ও দুঃখী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন- এমনটিই জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে তিনি নিজ হাতে চাল, বাজার-সামগ্রী ও বিভিন্ন খাদ্যপণ্যের ব্যাগ নিয়ে দূর-দূরান্তের বাড়িগুলোতে হাঁটতে দেখা যায়। মাথায় চালের বস্তা আর হাতে বাজারের ব্যাগ নিয়ে অন্ধকারাচ্ছন্ন পথে তার সঙ্গে ছিলেন কয়েকজন সহযোগী। নীরব রাতের গ্রাম্য পরিবেশে তার এ উদ্যোগ অনেককে বিস্মিত করেছে, এবং স্থানীয়দের প্রশংসাও পেয়েছে।
স্থানীয়দের ভাষ্য, 'দিনের আলোতে সাহায্য পাওয়া গেলেও, প্রচারবিহীন এভাবে রাতের অন্ধকারে কারও দোরগোড়ায় সহায়তা পৌঁছে দেওয়া সত্যিই বিরল ঘটনা। তাদের মতে, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেই মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়াই মুফতি রায়হান জামিলের সবচেয়ে বড় পরিচয়। সবাই যদি এভাবে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতেন, সমাজের চিত্রটি অন্য রকম হতো।'
মুফতি রায়হান জামিল বলেন 'মানুষের সুখ-দুঃখে পাশে থাকা ঈমানি ও নৈতিক দায়িত্ব। অনেকেই কষ্টের কথা বলতে পারেন না, তাই তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ যে সামর্থ্য দিয়েছেন, তা মানুষের কল্যাণে ব্যয় করতেই চাই।'
আরও পড়ুন:








