রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কসবায় তারেক রহমানের জন্মদিনে সহস্রাধিক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা

(কসবা – আখাউড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১৮:৩২

আপডেট: ২০ নভেম্বর, ২০২৫ ১৮:৩২

শেয়ার

কসবায় তারেক রহমানের জন্মদিনে সহস্রাধিক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে সহস্রাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৌরশহরের খারপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। অভিজ্ঞতাসম্পন্ন আটজন চিকিৎসক বিভিন্ন রোগের রোগীদের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা দেন। এতে এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন।

বিনামূল্যে চিকিৎসা সেবা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী। প্রধান অতিথি ছিলেন সাবেক আখাউড়া উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি মো. মুসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ-সভাপতি নাছির উদ্দীন হাজারী, জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ এবং কাইমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দুধ মিয়া মেম্বার।

বক্তারা বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও সেবার মূল্যবোধ থেকেই তারেক রহমানের জন্মদিনকে জনকল্যাণমূলক কাজে অর্থবহ করা হয়েছে। এসময় তারা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, ওই আসন থেকে মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানকে বিজয়ী করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছেন



banner close
banner close