ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে সহস্রাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৌরশহরের খারপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। অভিজ্ঞতাসম্পন্ন আটজন চিকিৎসক বিভিন্ন রোগের রোগীদের বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা দেন। এতে এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী। প্রধান অতিথি ছিলেন সাবেক আখাউড়া উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি মো. মুসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ-সভাপতি নাছির উদ্দীন হাজারী, জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ এবং কাইমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দুধ মিয়া মেম্বার।
বক্তারা বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও সেবার মূল্যবোধ থেকেই তারেক রহমানের জন্মদিনকে জনকল্যাণমূলক কাজে অর্থবহ করা হয়েছে। এসময় তারা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, ওই আসন থেকে মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানকে বিজয়ী করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুন:








