রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বাঁশখালীর শীলকূপে ডাকাতি: নারীকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার লুট

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১৮:১৮

শেয়ার

বাঁশখালীর শীলকূপে ডাকাতি: নারীকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার লুট
প্রতিকি ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি পরিবারকে মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ায় টিপু বড়ুয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে ৫-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় তারা ঘরে থাকা নগদ এক লাখ পাঁচ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, একটি ডিএসএলআর ক্যামেরা, একটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।

লুটপাটের সময় স্বর্ণালংকার ও গচ্ছিত টাকা দিতে বিলম্ব করায় ডাকাতরা গৃহকত্রী শিপু বড়ুয়া এবং পূর্ণিমা বড়ুয়ার ওপর শারীরিক নির্যাতন চালায়। ঘটনার সময় গৃহকর্তা টিপু বড়ুয়া ব্যক্তিগত কাজে পটিয়ায় অবস্থান করছিলেন।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু শেখর হালদার জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি ডাকাতি নয়, চুরির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই চলছে বলে জানান তিনি।'



banner close
banner close