রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বগুড়া-৭: খালেদা জিয়ার আসনে উঠান বৈঠক করলেন চেয়ারপার্সনের উপদেষ্টা লালু

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১৭:৩৪

শেয়ার

বগুড়া-৭: খালেদা জিয়ার আসনে উঠান বৈঠক করলেন চেয়ারপার্সনের উপদেষ্টা লালু
ছবি: বাংলা এডিশন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন২০২৬ কে সামনে রেখে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও নির্বাচনী উঠান বৈঠন করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বগুড়া৭ আসনে বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এবং সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড এবং শাজাহানপুরের মাদলা জমিদারবাড়ি চত্বরে এ উঠান বৈঠন অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিএনপি নেতা আব্দুল কুদ্দুস চাঁনের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, উপজেলা বিএনপি সদস্য শফিকুল ইসলাম, এমরান হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মমিন, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিমন।

এ ছাড়া বক্তব্য দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটাধিকার ও সংগঠনের অবস্থান তুলে ধরেন।

শেষে সাবেক এমপি লালু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।



banner close
banner close