বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলীর উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বগুড়া শহরের বেতগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া শহর সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, সিরিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক তুষার শেখ, সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মমিন তালুকদার, ১৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাদল সরকার, বগুড়া শহর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজু মণ্ডল, ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মজনু মিয়া বাবু, মেহেদী হাসান সাহেদ, দপ্তর সম্পাদক নুরুজ্জামান হক, সুজন, খান হামিদ, হেলাল সরদার এবং খররম বাদশা প্রমুখ।
বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাজমা সুলতানা এবং সহকারী শিক্ষক কামরুল হকসহ অন্যান্য শিক্ষক কর্মচারীগণ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, রাবারসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে শিক্ষায় উৎসাহিত করা এবং সামাজিক দায়িত্ববোধ থেকেই এ আয়োজন করা হয়েছে। শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছে।
অনুষ্ঠান শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
আরও পড়ুন:








