রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১৪:২৬

শেয়ার

আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে মাছ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। কাগজপত্র যাচাইবাছাই ও অনলাইন সার্টিফিকেশন প্রক্রিয়া শুরু না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে রপ্তানি কার্যক্রম স্থগিত রয়েছে। কবে নাগাদ রপ্তানি পুনরায় চালু হবে, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারুক মিয়া জানান, মাছ রপ্তানির জন্য উপজেলা মৎস্য অফিস থেকে বিশেষ স্বাস্থ্যসার্টিফিকেট নিতে হয়। দীর্ঘদিন ধরে এই সার্টিফিকেট ম্যানুয়ালি ইস্যু হলেও গত ১৩ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক চিঠির মাধ্যমে জানায় যে, এখন থেকে সার্টিফিকেট কেবল অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়।

ফারুক মিয়া আরও বলেন, অনলাইনে সার্টিফিকেট ইস্যুর প্রস্তুতি বা ব্যবস্থা এখনো সম্পন্ন হয়নি। বুধবার প্রায় দুই কোটি টাকার মাছ রপ্তানির প্রস্তুতি ছিল। বিশেষ পরিস্থিতিতে একজন কর্মকর্তার অনুমতিতে ম্যানুয়াল সার্টিফিকেট নিয়ে ভারতে চালান পাঠানো সম্ভব হয়। কিন্তু বৃহস্পতিবার সেই সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে অনলাইন সার্টিফিকেট ছাড়া কোনো চালান পাঠানো যাবে না।

তিনি জানান, ব্যবস্থা না থাকায় আমরা বাধ্য হয়ে মাছ রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখছি। এতে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন এবং প্রতিদিন বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সার্টিফিকেশন প্রক্রিয়া সময়মতো অনলাইন না করায় রপ্তানিকারকদের ক্ষতি হচ্ছে। দ্রুত অনলাইন সিস্টেম চালুর দাবি জানিয়েছেন তারা



banner close
banner close