সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

যশোর সিটি কলেজের শিক্ষককে ঘিরে বিতর্ক, ছবি–চ্যাট ফাঁস

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১১:১৭

আপডেট: ২০ নভেম্বর, ২০২৫ ১১:২০

শেয়ার

যশোর সিটি কলেজের শিক্ষককে ঘিরে বিতর্ক, ছবি–চ্যাট ফাঁস
ছবি: অসীম কুমার দাশ

যশোর সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক অসীম কুমার দাশকে ঘিরে যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানে তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন শিক্ষার্থীকে জড়িত করে ছড়িয়ে পড়া দুটি ছবি ও মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশটকে কেন্দ্র করে গত রোববার থেকে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ অস্বীকার করে শিক্ষক থানায় জিডি করেছেন, অন্যদিকে শিক্ষার্থী–শিক্ষকদের একটি অংশ বলছে, ঘটনার পেছনে পুরোনো বিরোধ থাকতে পারে।

গত রোববার ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় এক শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থায় একজন শিক্ষক রয়েছেন বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি মেসেঞ্জারের কথোপকথনের স্ক্রিনশটও ছড়িয়ে পড়ে। তাতে টাকা দেওয়া, সম্পর্কের ইঙ্গিত, শিক্ষার্থীকে চাপ প্রয়োগের মতো বাক্য দেখা যায়। তবে এসবের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ছড়িয়ে পড়া কথোপকথনে দেখা যায় এক শিক্ষার্থী অভিযোগ করছেন,

‘আপনি জোর করে যেটা করলেন একদিন আল্লাহ শাস্তি দিবে’

জবাবে কথোপকথনে শিক্ষক বলছে, ‘এসব কথা বলে না। কয় টাকা লাগবে বলো। এখন তো এসব নরমাল’

আরেক স্থানে দেখা যায়, ‘কাল ২:৪০–এ ডিপার্টমেন্টে এসো তো’

তবে এসব চ্যাট আসল কি না, তা যাচাই হয়নি।

ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক অসীম কুমার দাশ অভিযোগ অস্বীকার করে বলেন, ছবিগুলো সম্পূর্ণ মনগড়া। আমাকে টার্গেট করে হয়রানির চেষ্টা করা হচ্ছে। ১৭ নভেম্বর থানায় সাইবার সিকিউরিটি আইনে অভিযোগ করেছি।

কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন মোল্লাও একই মন্তব্য করে জানান, সম্ভবত এআই ব্যবহার করে এগুলো তৈরি করা হয়েছে। ছবিতে থাকা মেয়েটির পরিচয়ও নিশ্চিত নই।

কলেজের ম্যানেজমেন্ট বিভাগের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি ইয়ার ফাইনাল পরীক্ষার মার্ককে ঘিরে শিক্ষার্থীদের সঙ্গে অসীম দাশের উত্তেজনাকর বাকবিনিময় হয়েছিল। তাঁদের ধারণা, সেই ঘটনার পর প্রতিশোধ হিসেবে ছবিগুলো ছড়ানো হতে পারে।

তবে এটি ষড়যন্ত্র নাকি সত্য ঘটনা তা তদন্তেই পরিষ্কার হবে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।



banner close
banner close