সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নবীনগরে সাবেক চেয়ারম্যানসহ আ. লীগের তিন প্রভাবশালী নেতা গ্রেপ্তার

(কসবা – আখাউড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ২২:৫৮

শেয়ার

নবীনগরে সাবেক চেয়ারম্যানসহ আ. লীগের তিন প্রভাবশালী নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক অভিযানে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই বিভিন্ন রাজনৈতিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, জিনোদপুর ইউনিয়ন পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (৭০), সাবেক চেয়ারম্যান,

শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ওরফে ধনু মেম্বার (৭৫), শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর জামাল (৬০)।

নবীনগর থানার কর্মকর্তারা জানান, তিনজনই দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি ছিলেন এবং আদালতের জারি করা ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তারা আদালতে হাজির হচ্ছিলেন না। এ কারণে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আদালতের নির্দেশিত ওয়ারেন্ট বাস্তবায়ন করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর অধিকাংশই রাজনৈতিক সহিংসতা ও সংঘর্ষসংক্রান্ত।

তিন প্রভাবশালী নেতার গ্রেপ্তারের খবর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েবিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে চাপআতঙ্ক তৈরি করেছেঅনেকেই ঘটনাকে চলমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করছেন

বিষয়ে নবীনগর থানার অফিসার ইন-চার্জ (ওসি) শাহিনূর ইসলাম বলেন, আদালতের জারি করা ওয়ারেন্ট বাস্তবায়নের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছেকোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য নয়, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। গ্রেপ্তারের পর রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।



banner close
banner close