সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রাঙামাটি জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘন্টার হরতালের ডাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ২১:১১

শেয়ার

রাঙামাটি জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘন্টার হরতালের ডাক
সংগৃহীত ছবি

রাঙামাটি জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে আগামীকাল সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টার হরতাল ডেকেছে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ।

আজ (বুধবার, ১৯;নভেম্বর) বিকাল তিনটায় রাঙামাটি শহরের বনরূপায় একটি রেস্তোরাঁয় জরুরী সংবাদ সম্মেলন করে এ কর্মসুচি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলন সাধারণ শিক্ষার্থী ইব্রাহিম রুবেল হরতাল কর্মসুচি ঘোষণা দেন। হরতালে আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা ও সংবাদপত্র, পচনশীল পন্য পরিবহন হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।

এছাড়া কর্মসুচির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা মো. রাকিব হাসান ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নুরুল আলম।

আন্দোলনের মুখে স্হগিত করে জেলা পরিষদের অধীনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ আগামী ২১ নভেম্বর ঘোষণা দেয় হয়েছে। এই পরীক্ষাকে সামনে রেখে নানা অসঙ্গতি আর অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বন্ধে বিভিন্ন কর্মসুচি পালন করছে আন্দোলনকারীরা।

সর্বশেষ গতকাল মঙ্গলবার জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ৮ দফা দাবি জানিয়ে স্মারকলিপি ও ২৪ ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। কিন্তু জেলা পরিষদের তরফে কোন পদক্ষেপ না আসায় আজ এই হরতাল কর্মসুচি ঘোষণা করে সংগঠনটি

শিক্ষার্থীদেরদফা দাবির মধ্যে রয়েছে ৯৩% মেধা ও ৭% কোটার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করাপ্রশ্নফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসনশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়নপ্রশ্নপত্র তৈরি পরবর্তী সময়ে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি ট্রেজারিতে সংরক্ষণ। পরীক্ষার খাতা মূল্যায়ন জেলা প্রশাসনের মাধ্যমে সম্পন্ন করা।নিয়োগ পরীক্ষার আগে উপজেলা কোটা পৃথক প্রজ্ঞাপনে প্রকাশ। নিয়োগ পরবর্তী সময় প্রার্থীদের রোল নম্বর, নাম ও ঠিকানা প্রকাশ বাধ্যতামূলক করা।ফলাফলে বাঙালি ও তফসিলভুক্ত উপজাতীয় জনগোষ্ঠী দুই তালিকা আলাদাভাবে প্রকাশউচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ১৯৮৯ সালের জেলা পরিষদ আইনে উপজাতীয় অগ্রাধিকার নীতি মানা হচ্ছে কি নাবিষয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রদান



banner close
banner close