পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যৌথ অভিযানে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাবনাবাদ ও আগুনমুখা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য বিভাগ জানায়, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলামের দিকনির্দেশনায় উপজেলা মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড দক্ষিণ জোনের রাঙ্গাবালী বিসিজি আউটপোস্টের সদস্যরা একযোগে অভিযানে অংশ নেন। নদীর বিভিন্ন পয়েন্ট থেকে মাছ ধরা নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত আনুমানিক ৫০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। ধ্বংস করা জালের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো. জহিরুন্নবী অভিযানটির সত্যতা নিশ্চিত করে বলেন, “মাছের রেনুপোনা ধ্বংস করে এমন সব অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
আরও পড়ুন:








