সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনায় কুবির পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ২০:১৩

শেয়ার

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনায় কুবির পাঁচ শিক্ষার্থী বহিষ্কার
ছবি: বাংলা এডিশন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে মার্কেটিং ও প্রত্নতত্ত্ব বিভাগের মধ্যে সংঘটিত মারামারির ঘটনায় মার্কেটিং বিভাগের পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৯ নভেম্বর) শৃঙ্খলা কমিটির ৯ম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যে মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাফায়েত রহমান ভূঁইয়াকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি চার শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সকল ক্রীড়া কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। হল থেকে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ২০২১-২২ শিক্ষাবর্ষের মাহবুব হাসান ও হাসান মাহমুদ সফিন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শাহরিয়ার ইসলাম সৌরভ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জয়নাল আবদীন হৃদয়।

শৃঙ্খলা কমিটির সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’ এর মার্কেটিং বনাম প্রত্নতত্ত্ব বিভাগের ম্যাচে মারামারি ঘটে। তদন্তে পাওয়া ভিডিও ফুটেজ ও সাক্ষ্য অনুযায়ী, মার্কেটিং বিভাগের খেলোয়াড় রাকিবকে ফাউল করার পর রেফারি মার্কেটিং বিভাগের অনুকূলে ফ্রি কিক দেন। এ সময় মার্কেটিং বিভাগের অধিনায়ক মুজিবুর রহমান প্রত্নতত্ত্ব বিভাগের গোলকিপার হাসমত আলীর দিকে এগিয়ে গেলে বাকবিতণ্ডা শুরু হয়পরে দর্শক শাফায়েত রহমান মাঠে প্রবেশ করে গোলকিপারের উপর হামলা চালানএছাড়া আরও চার শিক্ষার্থী মাহবুব হাসান, জয়নাল আবদীন হৃদয়, হাসান মাহমুদ সাফিনমো. শাহরিয়ার ইসলাম সৌরভ মারামারিতে অংশ নেনতদন্তে প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে কোনও আক্রমণের প্রমাণ পাওয়া যায়নি

তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ঘটনাটি চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে এবং উভয়পক্ষের উপস্থিতিতে তদন্ত সম্পন্ন হয়েছে। শৃঙ্খলা বোর্ডের ১৬ সদস্যের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি বাকি খেলা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।



banner close
banner close