শুক্রবার

২৮ নভেম্বর, ২০২৫ ১৩ অগ্রহায়ণ, ১৪৩২

হবিগঞ্জে গ্যাস বিস্তার বন্ধের দাবিতে নৌ র‍্যালী

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ২০:০৪

শেয়ার

হবিগঞ্জে গ্যাস বিস্তার বন্ধের দাবিতে নৌ র‍্যালী
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশসহ বিশ্বব্যাপী গ্যাস সম্প্রসারণ বন্ধের দাবিতে হবিগঞ্জের খোয়াই নদীতে নৌ র‌্যালি করেছে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ও ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’। বুধবার (১৯ নভেম্বর) গ্যাস সম্প্রসারণবিরোধী বিশ্বব্যাপী কর্মদিবস-২০২৫ উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ধরা হবিগঞ্জের উপদেষ্টা অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, প্রাকৃতজনের পরিচালক আয়েশা আক্তারসহ পরিবেশকর্মীরা।

বক্তারা বলেন, বিশ্বব্যাপী জ্বালানি চাহিদা বাড়লেও বিকল্প হিসেবে ফসিল গ্যাস নয়, নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিতে হবে। প্যারিস চুক্তির আলোকে জি-২০ ও কপ-৩০ এর সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি হ্রাসের নীতিমালা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।

হবিগঞ্জ প্রসঙ্গে বক্তারা বলেন, দেশের মোট গ্যাস উৎপাদনের প্রায় ৬০ ভাগ আসে এ অঞ্চল থেকে। শিল্পকারখানায় এ গ্যাস ব্যবহৃত হলেও অপরিশোধিত বর্জ্য ফেলে নদী-খাল ও কৃষিজমি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এজন্য ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তরের দাবিতে নাগরিক সমাজকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।



banner close
banner close