সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে প্রতিবন্ধী মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১৯:২৮

শেয়ার

টাঙ্গাইলে প্রতিবন্ধী মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা
ছবি: বাংলা এডিশন

টাঙ্গাইলের সখীপুরে পাশাপাশি দুই ঘর থেকে বৃদ্ধা শাহনাজ (৬৫) ও তার প্রতিবন্ধী মেয়ে সাজেদার (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকা থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শাহনাজ বেগম উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকার শামছুল আলমের স্ত্রী।

স্থানীয়রা জানান, শাহনাজ বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, পেটব্যথা ও কিডনি রোগসহ শারীরিক নানান জটিলতায় ভুগছিলেন। অন্যদিকে এই দম্পতির ২৬ বছর বয়সী মেয়ে সাজেদা জন্মগতভাবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। বেশ কয়েক দিন সাজেদারও অসুস্থতা বেড়েছে। ধারণা করা হচ্ছে, এসব কারণে মানসিক ও অর্থনৈতিক চাপে অসুস্থ গৃহবধূ শাহনাজ মঙ্গলবার রাতে তাঁর প্রতিবন্ধী মেয়েকে শ্বাসরোধে হত্যার পর নিজে রান্না ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে তাঁদের এ অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাপ্রতিবন্ধী মেয়ে দুইজনেই গুরুতর অসুস্থ ছিলেনশারীরিকমানসিক চাপ সহ্য করতে না পেয়ে এই এরকম ঘটনা ঘটতে পারে।



banner close
banner close