সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বগুড়ায় ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১৮:৩৮

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৫ ১৯:৪৬

শেয়ার

বগুড়ায় ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বগুড়ার নিশিন্দারা খাঁ পাড়া এলাকায় র‌্যাব-১২ এর অভিযানে ২৭ বোতল ফেন্সিডিলসহ শহর স্বেচ্ছাসেবকলীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, নিশিন্দারা পবনা বাড়ী নুরুল উলুম রহমানিয়া মাদ্রাসার পাশের একটি স্থাপনায় মাদক লেনদেনের গোপন তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আবু নাসের শেখ রিদয় (২৮), পৌরসভার ১নং ওয়ার্ডের হাকিরমোড় এলাকার আব্দুল গফুর শেখের ছেলে এবং বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম তুহিন (৩১), শিবগঞ্জ উপজেলার বেলভূজা গ্রামের সাইফুল ইসলামের ছেল এবং হাসিব শেখ (২৪), নিশিন্দারা পূর্ব খাঁ পাড়ার খোকা শেখের ছেলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, র‌্যাব গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।



banner close
banner close