সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

গাইবান্ধায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার গুঞ্জন

গাইবান্ধা, প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১৬:১৬

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৫ ১৬:১৬

শেয়ার

গাইবান্ধায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার গুঞ্জন
ছবি: বাংলা এডিশন

গাইবান্ধার ফুলছড়িতে রিয়াদ (২৩) নামের কলেজ পড়ুয়া এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। অনেকে বলছেন, এটি পরিকল্পিত হত্যা।

বুধবার বেলা ১১টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া গ্রামে নিজ বাড়ির টয়লেটের মেঝেতে গলায় রশি বাঁধা অবস্থায় পড়ে থাকা রিয়াদের মরদেহ উদ্ধার করে ফুলছড়ি থানা পুলিশ।

নিহত রিয়াদ ওই গ্রামের রহমত আলীর ছেলে এবং স্থানীয় এক কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকার এক বালু ব্যবসায়ীর মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল রিয়াদের। গতরাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে স্থানীয় কিছু ব্যক্তি তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। সকালে স্থানীয়দের খবরে তার বাড়ির টয়লেট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রিয়াদের বড় ভাই রিপন জানান, সকালে টয়লেটে গলায় রশি বাঁধা অবস্থায় রিয়াদকে দেখতে পান তিনি। পরে রশি কেটে নামানোর পরও তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার দাবি, ‘গতরাতে মার খেয়ে রাগ-ক্ষোভে অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে।

এ বিষয়ে ফুলছড়ি থানার এসআই রুহুল আমিন বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। তবে বিষয়টি তদন্ত করছি। এই মুহূর্তে আরও বিস্তারিত বলা সম্ভব নয়।



banner close
banner close