সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নেত্রকোনায় নিয়োগবিধি সংশোধনের দাবিতে লাইভস্টক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ভাঙচুর ও অগ্নিসংযোগ

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১৪:২২

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৫ ১৪:২২

শেয়ার

নেত্রকোনায় নিয়োগবিধি সংশোধনের দাবিতে লাইভস্টক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ভাঙচুর ও অগ্নিসংযোগ
ছবি: বাংলা এডিশন

নিয়োগবিধি সংশোধনের দাবিতে নেত্রকোণায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।

বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং পরে একাডেমিক ভবনের একাধিক কক্ষে ভাঙচুর চালান।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের ক্যাডারবহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী নিয়োগবিধিমালা২০২৩’ সংশোধনের দাবিতে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন করে আসলেও মঙ্গলবার রাতে সংশোধন না করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস।

প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের কয়েকটি কক্ষে চেয়ারটেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। এরপর ফটকের সামনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি গুলো:

১. ২৯ অক্টোবর ২০২৫ প্রকাশিত ভিএফএ ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পদের নিয়োগের ছাড়পত্র আজকের মধ্যে বাতিল করতে হবে।

২. ১৮ নভেম্বর ২০২৫ প্রকাশিত ভিএফএ পদের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের মধ্যে বাতিল করতে হবে।

৩. একক যোগ্যতা হিসেবে ডিপ্লোমা ইন লাইভস্টক অন্তর্ভুক্ত করে সরকারি আদেশ আজকের মধ্যে জারি করতে হবে।

আইএলএসটির প্রথম ব্যাচের শিক্ষার্থী মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, আব্দুল কাদেরসহ অন্যরা বলেন, ডিপ্লোমা ইন লাইভস্টককে একক যোগ্যতা হিসেবে স্বীকৃতি না দেয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বিজ্ঞপ্তি স্থগিত করে নিয়োগবিধি সংশোধন করার পরই নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানান তারা।

শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হলে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।



banner close
banner close