সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সীমান্তে বিজিবির অভিযান; দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১৩:৫২

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৫ ১৪:১২

শেয়ার

সীমান্তে বিজিবির অভিযান; দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এক সপ্তাহের বিশেষ অভিযানে সুলতানপুর ব্যাটালিয়ন প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে আখাউড়া, কসবা, আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও শাল-চাদর কসমেটিকস, ওষুধ, আতশবাজি, গরু, কাভার্ড ভ্যান, সিএনজি এবং বিভিন্ন খাদ্যসামগ্রী। এর মধ্যে শাড়ি, থ্রি-পিস ও শাল-চাদরের বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৭৮ হাজার টাকা, আর খাদ্যসামগ্রীর মূল্য প্রায় এক কোটি ২৯ লাখ ২২ হাজার টাকা।

এছাড়াও মদ, গাঁজা ও ইস্কাফ সিরাপসহ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, ‘সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।’



banner close
banner close