গাজীপুরের টঙ্গীর হোসনে মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকাল প্রায় ১১টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী ‘সাদুরা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মাঝের লেনে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার পর বাসটি দ্রুত এলাকা ত্যাগ করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই মেহেদী হাসানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
পাশাপাশি দুর্ঘটনায় জড়িত পালাতক বাসটিকেও শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা মহাসড়কের মাঝের লেনে নিয়ন্ত্রণহীন যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে উল্লেখ করে সেখানে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলেও ধীরগতি দেখা দেয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহেদুজ্জামান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।’
আরও পড়ুন:








