সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কুমিল্লায় এসিল্যান্ডের নির্দেশে মুসলমানদের বাড়ি ভাঙ্গলো ইসকন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১২:৫৩

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৫ ১২:৫৪

শেয়ার

কুমিল্লায় এসিল্যান্ডের নির্দেশে মুসলমানদের বাড়ি ভাঙ্গলো ইসকন
ছবি: সংগৃহীত

কুমিল্লা সদর উপজেলায় অসহায় এক মুসলিম পরিবারের বাড়িঘর ভাংচুরসহ লুটপাট করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ-ইসকন। উপজেলার জগন্নাথপুরের জগন্নাথ দেব মন্দির এলাকায় সহকারী ভূমি কমিশনার তানজিনা জাহান ও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই লুটপাট হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সুপ্রিম কোর্টে মামলা চললেও গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কোন নোটিস ছাড়াই পুলিশ সদস্যদের নিয়ে তানজিনা ওই বাড়িতে উপস্থিত হয়। পরে তাদের উপস্থিতিতেই জগন্নাথ দেব মন্দিরের ইসকন সদস্যরা ওই বাড়ি থেকে ভুক্তভোগীদের উচ্ছেদ করে দেয় বলে অভিযোগ তাদের।

পুলিশ এবং এসিল্যান্ডের উপস্থিতিতে একমাত্র আশ্রস্থলে উচ্ছেদের এই ঘটনা অসহায়ের মত দেখেতে হয়েছে মুসলিম পরিবারটিকে। এমনকি তানজিনার নির্দেশে পুলিশ ওই পরিবারের সদস্যদের কাছ থেকে হাতে থাকা মুঠোফোনও কেড়ে নেয়। নোটিস ছাড়া হঠাৎ উচ্ছেদ করায় দিশেহারা হয়ে পড়েছেন অসহায় পরিবারটির সদস্যরা।

এ সময় তানজিনাকে সুপ্রিমকোর্টের মামলা চলমানের কাগজপত্র একাধিকবার দেখানোর চেষ্টা করলেও তিনি তা না দেখেনি। বরং নিম্ন আদালতের ডিক্রি জারির কপি এনে তানজিনা সরাসরি ইসকনদের পক্ষে কাজ করেছেন বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

এ বিষয়ে বিস্তারিত জানতে তানজিনার সাথে কথা বলতে গেলে, বাংলা এডিশনের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি।

উচ্ছেদের নামে সুপ্রিম কোর্টে চলা মামলার বিবাদী ইসকন সদস্যদের দিয়ে বাড়ি ভাংচুর ও লুটপাট করার এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন অসহায় এই মুসলিম পরিবারটি।



banner close
banner close