বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির আল্লামা মামুনুল হক দাবি করেছেন, ইন্দিরা গান্ধির দেওয়া একটি চিরকুট থেকেই বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। তাঁর ভাষায়, পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে শেখ মুজিবুর রহমান লন্ডন সফর শেষে সরাসরি ঢাকা না এসে দিল্লিতে যান, যেখানে ইন্দিরা গান্ধির সঙ্গে বৈঠকের পর ফেরার পথে তিনি বঙ্গবন্ধুর পকেটে একটি চিরকুট ঢুকিয়ে দেন। “আর সেই চিরকুটই পরে বাংলাদেশের সংবিধানের ভিত্তি হয়,—মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এক কর্মীসভায় এ অভিযোগ করেন তিনি।
জেলা খেলাফত মজলিস আয়োজিত এ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, আগামী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ৭২-এর বাকশালী বন্দোবস্ত বাতিল করে দেশে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্তের পথ খুলে দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন। বক্তব্য রাখেন মাওলানা বেলায়েত হোসাইন, মাসুম বিল্লাহ, রমিজ উদ্দিন, শহীদুল্লাহ কাসেমী, আব্দুল মান্নান, আব্দুল করিম, রুহুল কুদ্দুস, আহসান উদ্দিন, আব্দুল হাই ও শফিকুল ইসলাম।
খেলাফত রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে মামুনুল হক বলেন, মানবরচিত মতবাদ কখনো দেশের স্থায়ী শান্তি আনতে পারে না। এসব মতবাদে ব্যক্তিস্বার্থ রক্ষা হয়, সম্পদের পাহাড় গড়ে ওঠে, কিন্তু জাতির কল্যাণ হয় না। তিনি বলেন, পৃথিবীতে সোশ্যালিজম, কমিউনিজম, ধর্মনিরপেক্ষতা বা পরিবারতন্ত্র—কোনোটিই মানুষের প্রত্যাশিত শান্তি ও ন্যায় নিশ্চিত করতে পারেনি।
অন্যদিকে খেলাফত রাষ্ট্রব্যবস্থার বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বলেন, খেলাফতের মূল লক্ষ্যই হলো জুলুম-শোষণমুক্ত সমাজ গড়ে তোলা, যেখানে মানুষের জানমাল ও ধর্মীয় স্বাধীনতা নিরাপদ থাকবে। বিশেষ করে বিভিন্ন ধর্মের সংখ্যালঘুরা সবচেয়ে বেশি শান্তি ও নিরাপত্তা পাবে। এ লক্ষ্য অর্জনে একটি ত্যাগী কর্মীবাহিনী প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন:








