পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় গণঅধিকার পরিষদের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫টায় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর।
সমাবেশে বক্তৃতাকালে নুরুল হক নুর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। তিনি বলেন, “নুরুল হক নুর একদিনে তৈরি হয়নি। তৃণমূলের সংগ্রাম থেকে উঠে এসে আজ আমি জাতীয় পর্যায়ের রাজনীতিতে কাজ করছি। শেখ হাসিনার পতনের আন্দোলন থেকে শুরু করে আজও রাজপথে জনগণের অধিকারের জন্য লড়ছি।”
নুর সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করে বলেন, “গতকাল এক শক্তিধর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ আদালত ফাঁসির আদেশ দিয়েছে—এটি প্রমাণ করে অন্যায়ের শেষ আছে। তাই সব রাজনৈতিক দলকে বলতে চাই—অতিরিক্ত উৎসাহ কখনো সুফল বয়ে আনে না।”
দশমিনায় কিছু রাজনৈতিক মহলের অনিয়ম ও ভূমি দখল প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, “এ অঞ্চলে একটি চক্র চর দখলকে কেন্দ্র করে নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং তা স্বৈরাচারবিরোধী আন্দোলন বলে চালিয়ে দিচ্ছে। জনগণকে হয়রানি করে পরে তাদের কাছেই ভোট চাইতে হবে এ কথা মনে রাখা প্রয়োজন।”
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ রাষ্ট্র ও সমাজ থেকে অনিয়ম ও দুর্নীতির আবর্জনা দূর করার লক্ষ্যে কাজ করছে। “আমি কেন্দ্রীয় নেতা হলেও দশমিনা–গলাচিপা উপজেলার প্রতিনিধি হয়ে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত। আপনাদের ভালোবাসা নিয়ে ট্রাক প্রতীকেই নির্বাচন করতে চাই। এই অঞ্চলের উন্নয়নেই কাজ করতে বদ্ধপরিকর।”
জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদ ঢাকা দক্ষিণ মহানগরের সহসভাপতি মিজানুর রহমান, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মিল মিয়া, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক আবু কালাম পঞ্চায়েত, সদস্য সচিব শাহ আলম শিকদারসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ।
আরও পড়ুন:








