নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের এক শিক্ষককে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
পরিসংখ্যান বিভাগের একদল শিক্ষার্থী অভিযোগ করেছেন নোবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ হাসান একজন শিক্ষকের সঙ্গে অসদাচরণ ও হেনস্তা করেছেন। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক নিজেই স্পষ্টভাবে জানিয়েছেন এ ধরনের সংবাদ ভিত্তিহীন।
মঙ্গলবার(১৮ নভেম্বর) পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ধরনের সংবাদ প্রচারকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়।
শিক্ষকদেরর এই বিবৃতির পর অভিযোগকে ঘিরে আরও প্রশ্ন উঠতে শুরু করে। অনলাইনে প্রকাশিত এমন সংবাদকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মিথ্যা, ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানান তারা।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ছাত্রদল সভাপতি জাহিদ হাসান বলেন, "পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ম্যাম আমার অত্যন্ত পছন্দের এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এসব ভিত্তিহীন প্রোপাগান্ডা ছড়িয়ে রাজনৈতিক ভাবে দেউলিয়া একটা গোষ্ঠী শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে চায়।সবাইকে সচেতন থাকতে হবে"।
উল্লেখ্য,বিবৃতিতে পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকেও বিভাগ সংশ্লিষ্ট যেকোনো তথ্য ও অভিযোগ যাচাই ছাড়া প্রকাশ না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন:








