বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ২ পৌষ, ১৪৩২

চাচীর মৃত্যুর খবর শুনে যাওয়ার পথে ভাতিজীর মৃত্যু

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫ ১৭:০৬

শেয়ার

চাচীর মৃত্যুর খবর শুনে যাওয়ার পথে ভাতিজীর মৃত্যু
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় চাচীর মৃত্যুর সংবাদ শুনে মোটরসাইকেলে করে যাওয়ার পথে নিজেই দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন বিউটি খাতুন নামের এক গৃহবধূ।

নিহত বিউটি খাতুন দামুড়হুদা উপজেলার ভগিরাতপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

মঙ্গলবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সুত্রে জানা যায়, চাচীর মৃত্যু সংবাদ পেয়ে বিউটি খাতুন তার স্বামী মোস্তাফিজুর রহমানের সঙ্গে মোটরসাইকেলযোগে ভগিরাতপুর থেকে দুর্লভপুর যাচ্ছিলেন। পথে হঠাৎ মোটরবাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার ওয়াহিদ মাহমুদ রবিন তাঁকে মৃত ঘোষণা করেন।



banner close
banner close