রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের মাসালং বাজারে দুই বছরের বেশি সময় পর আবারও সচল হলো বিশুদ্ধ পানির সরবরাহ ব্যবস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে দীর্ঘদিন পরিত্যক্ত থাকা পানি পয়েন্টটি সংস্কার করে স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মাসালং বাজারের এই পানি সুবিধাটি পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়।
শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”কে মূল লক্ষ্য ধরে বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্থানীয় পাহাড়ি-বাঙালি বাসিন্দা এবং সাজেকগামী পর্যটকদের সঙ্গে মতবিনিময়ে জানা গেছে; পানি সুবিধা সচল হওয়ায় তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে এবং সেনাবাহিনীর প্রতি নতুন করে আস্থা তৈরি হয়েছে।
মাসালং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা বলেন, সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দীর্ঘদিন বন্ধ থাকা সুপেয় পানি আবার সচল হওয়ায় দূরদূরান্ত থেকে আসা জনসাধারণ, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য এটি সত্যিই বড় স্বস্তি।
স্থানীয় বাসিন্দা ও পর্যটকরাও আবেগভরে জানান, মাসালং বাজারে বিশুদ্ধ পানির অভাবে আমরা বহুদিন কষ্ট করেছি। আজ সেনাবাহিনীর প্রচেষ্টায় সেই সংকট দূর হলো।
ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান বলেন, মাসালং বাজার হয়ে ভুয়াছড়ি এলাকা পরিদর্শনকালে সুপেয় পানির সংকট লক্ষ্য করে আমরা নতুনভাবে নিয়মিত পানির ব্যবস্থা নিশ্চিত করেছি। পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান থাকবে।
আরও পড়ুন:








