মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে রায় ঘোষণার পর ছাত্র–জনতার আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ২৩:৩২

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে রায় ঘোষণার পর ছাত্র–জনতার আনন্দ মিছিল
ছবি: বাংলা এডিশন

মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় ঘোষণার পরপরই চাঁপাইনবাবগঞ্জে ছাত্র–জনতার উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রায় ঘোষণার পরই বিকেলে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মিছিলটি বড় ইন্দারা মোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে বড় ইন্দারা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন ‘জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা’ ইসমাইল হোসেন সিরাজী। এছাড়াও সংক্ষিপ্ত সভায় অনেক জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যের তারা সরকারের প্রতি জোর দাবি জানান, 'শুধু রায় ঘোষণা দিলে হবে না অবিলম্বে তা বাস্তবায়ন কার্যকর করতে হবে। শেখ হাসিনার ফাঁসি কার্যকর করতে ট্রাইবুনালকে যা যা সহযোগিতা লাগে আমরা তা দিতে প্রস্তুত। মনে রাখবেন, জুলাই এখনও শেষ হয়ে যায়নি।'

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, '৫ আগস্টের পূর্বের দিনগুলি ভুলে গেলে চলবে না। হাসিনা কি করেছে সেগুলো মনে রাখবেন।'

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে শহরে আইন–শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে, বিশ্বরোড মোড় এবং শান্তি মোড় সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক টহল চালায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথসহ সব মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, 'রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা শাটডাউনের পর থেকে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি



আরও পড়ুন:

banner close
banner close