মানিকগঞ্জের সিংগাইর থানার এসআই জসিম বিরুদ্ধে ঘুষ গ্রহণ, মামলা থেকে গুরুত্বপূর্ণ ধারা বাদ দেওয়াসহ বাদিকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের হুমকি ও আদালতে মিথ্যা রিপোর্ট দাখিলের অভিযোগ করেছেন দক্ষিণ জামসা গ্রামের ফারজানা আক্তার (৩২)। এ ঘটনায় তিনি জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত মারামারির ঘটনার পর ফারজানা আক্তার মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ ৩৪৭/২৫ সিআর নম্বরে একটি মামলা দায়ের করেন। আদালতে মামলার প্রতিবেদন দেওয়ার কথা বলে এসআই জসিম উদ্দিন প্রথমে তার কাছ থেকে ৫ হাজার টাকা নেন এবং পরবর্তীতে আরও ১৫ হাজার টাকা দাবি করেন।
ফারজানা অভিযোগে জানান, আমি অতিরিক্ত টাকা দিতে না চাইলে এসআই জসিম মামলার আসামি রাজ্জাক ও তার দুই ছেলে তারেক (২৫) এবং রুবেল (২৮)-এর কাছ থেকে সুবিধা নিয়ে আদালতে ভুল তথ্যসম্বলিত রিপোর্ট দাখিল করেন।
তিনি আরও জানান, এসআই জসিমের কাছে টাকা ফেরত চাইলে আমাকে ও আমার বড় ভাইকে একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তারের ভয় দেখান। এ বিষয়ে আমি এসপি স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি এসআই জসিমের বিরুদ্ধে। এতে এসআই জসিম আরও ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার বড় ভাই আব্দুল মালেককে মিথ্যা মামলায় গ্রেপ্তার করবে বলে শাসিয়েছে। দেশটা কি মগের মুল্লুক হয়ে গেছে নাকি? আমরা নিরীহ বলে কি কোনো বিচার পাব না?
ফারজানার বড় ভাই আব্দুল জানান, এসআই জসিম যে পাঁচ হাজার টাকা নিয়েছে তার প্রমাণ আছে—এ কথা বলাতে ওই এসআই আমাকে গ্রেপ্তারের হুমকি দিয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় রয়েছি।
অভিযোগের বিষয়ে জানতে এসআই জসিমের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








