বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে বিএনপির সম্ভাব্য ধানের শীষ প্রার্থী কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগে সোনাতলার দুই যুবদল নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বিষয়টি নিশ্চিত করেন।
অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন, সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শামিম হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকবেন।
জেলা যুবদল সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর বালুয়া ইউনিয়নে ঘোষিত প্রার্থী কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে উপজেলা যুবদলের কয়েকজন নেতা মিছিল ও সমাবেশ করেন। এর নেতৃত্বে ছিলেন শামিম হোসেন ও আব্দুস সালাম। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সংগঠন আনুষ্ঠানিকভাবে তাদের অব্যাহতি দেয়।
এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা এবং ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে।
অন্যদিকে অব্যাহতি পাওয়া নেতা শামিম হোসেন দাবি করেন, তাকে বিষয়টি জানানো হয়নি। তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ কী, তা জানি না। আমাকে আগে কোনো ব্যাখ্যা চাইনি। আমার নামে ১২-১৪টি মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর বিএনপিতে অনেক নতুন নেতা তৈরি হয়েছে। যুবদল থেকে অব্যাহতি দেওয়া হলেও আমি এখনো ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক। তাই দলীয় কর্মসূচিতে অংশ নিতে কোনো বাধা নেই।
ঘটনাটি ঘিরে সোনাতলা-সারিয়াকান্দি রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
আরও পড়ুন:








