নেত্রকোণা আজ ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা রাজনৈতিকভাবে আলোড়ন তৈরি করেছে। এই রায়ের পর নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা প্রীতম সোহাগএর নেতৃত্বে সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।
নেত্রকোনার মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ চত্বরে বিকেলে প্রীতম সোহাগ ও জেলার অন্যান্য এনসিপি নেতৃবৃন্দ একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করেন। তাদের দাবি, এই রায় “জনআকাঙ্ক্ষার প্রতিফলন” এবং “ন্যায়ের বিজয়”।
প্রীতম সোহাগ বলেন,“আজকে থেকে শেখ হাসিনার পরিচয় হয়েছে পলাতক মৃত্যুদণ্ডের আসামি। আগে সে মানুষের মনে আসামি ছিল এখন থেকে সে বাংলাদেশের অফিসিয়ালি আসাম। তাই যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্যান্য রাষ্ট্রগুলো যেমন ভারত কারণ যেহেতু সে বর্তমানে ভারতে অবস্থান করছেন।ভারত যেন বাংলাদেশে পাঠাই সে কারণে বাংলাদেশের অন্তর্ভুক্তির সরকার সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রেসারক্রিয়েট করে। কারণ হচ্ছে তারা যেন এরকম অপরাধীকে বাংলাদেশ পাঠাই।"
উপস্থিত অন্যান্য জেলা নেতা-কর্মীরা বলছেন, রায়কে “ইতিহাসে স্মরণযোগ্য মুহূর্ত” হিসেবে দেখা উচিত। তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই সিদ্ধান্ত আগামী জাতীয় রাজনীতিতে একটি নতুন দৃষ্টিকোণ আনতে পারে, বিশেষ করে ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে।
আরও পড়ুন:








