আগামী জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে জেলা বিএনপির সদস্য সচিব মো: জাবেদ রেজাকে দলীয় মনোনয়নের দাবীতে বান্দরবানে জাতী ধর্ম বর্নের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে।
আজ সোমবার বান্দরবান জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে বিভিন্ন জাতী ধর্ম বর্নের হাজার হাজার বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন শহরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে। পদযাত্রা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। তারআগে জেলার সাতটি উপজেলা ও তেত্রিশটি ইউনিয়নের হাজার হাজার পাহাড়ি বাঙালি জড়ো হয় পদযাত্রায়।
মুক্তমঞ্চের সামনে পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, মারমা জনগোষ্ঠীর নেত্রী সাই সাই নু তেতো মারমা, সনাতন ধর্মাবলম্বীর নেত্রী পম্পি দাস, জিয়া মঞ্চের সভাপতি মুসা হাওলাদার প্রমুখ।
বক্তাদের দাবী, পাহাড়ে পাহাড়ী-বাঙালীর সুখে দুখে পাশে দাড়াতে অসাম্প্রদায়িক তারুণ্যের একজন নেতা দরকার। বিএনপির প্রাথমিক মনোনীত বয়োজ্যেষ্ঠ সাচিং প্রু জেরী বাবুকে সম্মানজনক পদে রেখে তারুণ্যের অহংকার আওয়ামীলীগের আতঙ্ক জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক সফল মেয়র মো: জাবেদ রেজা'কে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হোক। ৩০০ নং আসনে পাহাড়ী বাঙালী সর্বস্তরের বান্দরবানবাসীর দাবী একটাই।
আরও পড়ুন:








