বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি বগুড়ার শহীদ পরিবারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ১৮:২৯

শেয়ার

ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি বগুড়ার শহীদ পরিবারের
ছবি: বাংলা এডিশন

গণহত্যার অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণাকে স্বাগত জানিয়ে বগুড়ার জুলাই বিপ্লবী শহীদ পরিবার ও যুদ্ধাহতরা মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করেন। এ সময় তারা দাবি করেন, হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হলে শহীদদের আত্মা শান্তি পাবে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহীদ পরিবারের সদস্যরা এসব দাবি জানান। গণঅভ্যুত্থান আন্দোলনে বগুড়ায় নিহত শহীদ সেলিমের ভাই জুবায়ের বলেন, হাসিনার ফাঁসির রায়ে আমরা সাময়িকভাবে সন্তুষ্ট। তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে এই রায় জনগণের সামনে কার্যকর করতে হবে।

শিশু জুলাই যোদ্ধা রাতুলের বাবা জিয়াউর রহমান বলেন, হাসিনার ফাঁসির রায় হয়েছে—আলহামদুলিল্লাহ। তবে আমি রায় কার্যকর দেখে যেতে চাই।

সময় শহীদ পরিবার এবং জুলাই যুদ্ধাহত শতাধিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রায় ঘোষণার পর বগুড়ার জুলাই মঞ্চ থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে উপস্থিত শ্রমিক–জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।



banner close
banner close