মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার চেয়ারম্যানের নাম মোনায়েম মুস্তাকিম রহমান খান অনিক। তিনি উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি ঘোনাপাড়া এলাকার মৃত সাইফুর রহমান খান সুলতানের ছেলে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি।
ডিবি জানায়, জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) ও শিবালয় থানার একটি যৌথ দল আদাবর এলাকায় অভিযান চালিয়ে সকাল সাড়ে ৯টায় অনিককে গ্রেপ্তার করে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, শিবালয়ে স্কুলবাসে অগ্নিসংযোগ ও চালক হত্যা মামলায় সন্দেহভাজন আসামী মোনায়েম মুস্তাকিম রহমান খান অনিককে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
আরও পড়ুন:








