বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

বগুড়াসহ সারাদেশের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ

বগুড়া, প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ১৩:৩৬

শেয়ার

বগুড়াসহ সারাদেশের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ
ছবি: বাংলা এডিশন

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে দুষ্কৃতিকারীরা শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘোষিত শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে এ নাশকতামূলক হামলা চালিয়েছে বলে ধারণা করছে ব্যাংক কর্তৃপক্ষ।

শাখার নিরাপত্তা প্রহরী শহিদুল ইসলাম জানান, বাইরে হঠাৎ শব্দ পেয়ে তিনি টর্চলাইট নিয়ে বের হয়ে দেখতে পান অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে থেকে প্লাস্টিকের বোতলে তৈরি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ব্যাংকের প্রধান গেটের ভেতরে থাকা একটি চেয়ার ও একটি বেঞ্চ সম্পূর্ণ পুড়ে যায়। তবে ঘটনার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, এটি একটি পরিকল্পিত নাশকতা। রাজনৈতিক উত্তেজনার সুযোগ নিয়ে আমাদের প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে। বড় ধরনের ক্ষতি না হলেও বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি আরও জানান, ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গ্রাহক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শনিবার (১৬ নভেম্বর)গভীর রাতে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ গ্রামীণ ব্যাংকের শাখায়ও অজ্ঞাত ব্যক্তিরা আগুন দেয়ার চেষ্টা চালায়।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আমরা ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যারা এমন কর্মকাণ্ড ঘটিয়েছে, তাদের শনাক্তে তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close