বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

‘নাস্তিকদের বিরুদ্ধে সংগ্রাম ছাড়া নিস্পত্তির কোনো পথ নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ১৩:১৯

শেয়ার

‘নাস্তিকদের বিরুদ্ধে সংগ্রাম ছাড়া নিস্পত্তির কোনো পথ নেই’
ছবি: বাংলা এডিশন

মোহাম্মদ আব্দুল মুহিন (শিপন), হবিগঞ্জ: হবিগঞ্জ ইসলামি সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী বলেছেন, “কিছুদিন পরপরই একেকটা কুলাঙ্গার মাথা চাড়া দিয়ে ওঠে এবং নবীর পবিত্র বিবিগণের চরিত্র নিয়ে মন্তব্য করে। আমরা মনে করি—এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, দেশে অরাজকতা সৃষ্টির গভীর চক্রান্তের অংশ। এসব নাস্তিকদের বিরুদ্ধে সংগ্রাম ছাড়া কোনো নিস্পত্তির পথ খোলা থাকবে না।

সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইসলামি সংগ্রাম পরিষদের আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ফেসবুকে এক কলেজছাত্রীর প্রকাশিত নবী মুহাম্মদ (সাঃ) ও খাদিজা (রাঃ)–কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বক্তব্যে আল্লামা ওলীপুরী আরও বলেন, “দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে যে কোনোভাবে সহিংসতা উস্কে দিতে এ ধরনের মন্তব্য ছড়ানো হচ্ছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে দেশে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটানোর অপচেষ্টা চলছে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদী, ইসলামিক বক্তা মাওলানা লোকমান সাদি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শামসুল হুদা, মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীসহ আরও অনেকে।



banner close
banner close