বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

মাদক নিয়ে বাড়িতে প্রবেশে বাধা, মা-ছোট ভাইকে কুপিয়ে হত্যা

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ১১:৫৫

আপডেট: ১৭ নভেম্বর, ২০২৫ ১২:৩৯

শেয়ার

মাদক নিয়ে বাড়িতে প্রবেশে বাধা, মা-ছোট ভাইকে কুপিয়ে হত্যা
ছবি: বাংলা এডিশন

কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুর উত্তর পাড়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই ও মা নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

সোমবার সকাল ৮টায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

নিহতের মেয়ের জামাতা আরমান বাংলা এডিশন কে জানান-শাশুড়ী রাহেলা বেগম(৭০) ও সমন্ধি কামাল হোসেন(৩৭) কে ছুরিকাঘাত করে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে বিল্লাল হোসেন(৪২)। হত্যাকান্ডের পর থেকে পলাতক রয়েছে ঘাতক বিল্লাল হোসেন। হত্যাকান্ডে সহায়তা করার অপরাধে ঘাতক বিল্লাল হোসেন এর স্ত্রী আঁখি আক্তার কে আটক করা হয়েছে।

স্থানীয় সমাজ সেবক আবু তাহের প্রতিবেদককে জানান-বিল্লাল হোসেন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার তথ্যটি আপন ছোট ভাই কামাল হোসেন ও মা রাহেল বেগম জেনে পেলায় এই হত্যাকান্ড ঘটিয়েছে। এছাড়াও বিল্লাল হোসেন তার মাকে প্রায়ই জমি বিক্রয় সংক্রান্ত বিষয়ে চাপ প্রয়োগ করতো। মা রাহেলা বেগম ও ছোট ভাই কামাল হোসেন মাদক ব্যবসার কাজে বাঁধা প্রয়োগ করাই এ হত্যাকান্ড ঘটিয়েছে।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম, ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিরুল হকসহ পুলিশের অন্যান্য সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হত্যাকান্ডের বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান- মা রাহেল বেগম ও ছোট ভাই কামাল হোসেন কে হত্যা করে বিল্লাল হোসেন ঘটনাস্থল ত্যাগ করে। এলাকাবাসীর সহায়তায় হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে ঘাতকের স্ত্রী আঁখি আক্তারকে প্রাথমিক ভাবে আটক করা হয়েছে।

লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ইউনিটে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যাকান্ডের রহস্য উন্মোচিত হবে।



banner close
banner close