গণহত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুরে মিছিল করেছে ছাত্রদল ও যুবদল।
রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ হতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শেরপুর পৌর শহরে মিছিল বের করে।
এসময় মিছিলে আন্দোলনকারীরা ‘ফাঁসি চাই, খুনি হাসিনার বিচার চাই’ লীগ ধর-জেলে ভর‘ আওয়ামী লীগ করবে যারা, জেলে যাবে তারা’সহ নানা স্লোগান দেয়।
নাঈম হাসান উজ্জ্বল বলেন, শান্তিপ্রিয় শেরপুর জেলাকে অশান্ত করার চেষ্টা করলে ছাত্রদল একবিন্দুও ছাড় দেবে না। খুনি হাসিনার ফাঁসি চাই।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু বলেন, গত ১৬ বছর বিএনপির নেতাকর্মী এবং ভিন্নমতের লোকজনের উপর খুনি হাসিনা যে স্টিম রোলার চালিয়েছে, ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে; তার বিচার চাই। আমার ১৫'শ শহীদ ভাই বোনের বিচার চাই। খুনি হাসিনার ফাঁসি চাই।
জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, পলাতক খুনি হাসিনার দোসররা এখনো বসে নেই। তারা নানান ষড়যন্ত্র করছে। তবে সকল ষড়যন্ত্র শেরপুর জেলা বিএনপি নস্যাৎ করে দিবে। জুলাই আন্দোলনে দেড় হাজার নিরীহ ও নিরস্ত্র নাগরিককে হত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিস্ট হাসিনা সরকার। আমরা খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
আরও পড়ুন:








