বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

র‌্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসী জাহিদের গুলি, রান্নাঘরে থাকা নারী গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ২৩:১৫

শেয়ার

র‌্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসী জাহিদের গুলি, রান্নাঘরে থাকা নারী গুলিবিদ্ধ
ছবি: বাংলা এডিশন

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় প্রকাশ্যে হামলা ও গুলির ঘটনার মূল অভিযুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদকে ধরতে রোববার বিকেলে অভিযান চালায় র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল। দলটি ফতুল্লার মাসদাইরের গাইবান্ধা বাজার এলাকায় পৌঁছালে জাহিদ ও তার সহযোগীরা র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে। এ সময় ছোড়া গুলিতে স্থানীয় একটি বাড়ির রান্নাঘরে থাকা জবা আক্তার (২২) বুকে গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় কৃষকদল নেতা পারভেজের ওপর ছুরিকাঘাত ও গুলির ঘটনা ঘটায় জাহিদ ও তার সহযোগীরা। ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে র‌্যাব-১১।

জখম জবা আক্তারের স্বামী রহিম উদ্দিন জানান, স্ত্রী রান্না করার সময় হঠাৎ গুলি এসে তার বুকে লাগে। কোথা থেকে গুলি এসেছে তা তিনি বুঝতে পারেননি।

অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, শনিবারের ঘটনার পর থেকেই জাহিদকে ধরতে অভিযান চলছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে রোববার এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। জাহিদের নামে ফতুল্লা থানায় অন্তত ৩টি হত্যা মামলা রয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন বলেন, শনিবারের ঘটনার পর থেকেই র‌্যাব গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে। রোববার সোর্সদের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত হলে অভিযানিক দল রওয়ানা হয়। তবে দলটি পৌঁছানোর আগেই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জাহিদ ও তার লোকজন গুলি ছোড়ে। এতে পাশের একটি বাড়িতে থাকা নারী গুলিবিদ্ধ হন।



banner close
banner close