ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পরিত্যক্ত একটি গাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে গেছে। রবিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন ব্যক্তি পরিত্যক্ত গাড়িটির গায়ে আগুন ধরিয়ে দেন। ঠিক সেই মুহূর্তে থানায় আসা এক মহিলার চিৎকারে তারা দ্রুত সটকে পড়ে। ঘটনার পর থানার অভ্যন্তরে ও আশপাশের এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীরা বলছেন, “যারা নিরাপত্তা দেবে, তাদের থানার সামনে এভাবে আগুন লাগানো খুবই উদ্বেগজনক।” স্থানীয়রা এমন ঘটনাকে পরিকল্পিত নাশকতার ইঙ্গিত হিসেবে দেখছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:








