গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে গণধর্ষণের চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি সজিব মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার সজিব মিয়া সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে বাসিন্দা ভুক্তভোগী স্কুলছাত্রীটির প্রতিবেশী ও আত্মীয়তার সূত্রে পরিচিত হওয়ায় নিয়মিত তার সঙ্গে মোবাইলে কথা বলতেন সজিব। এরই ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীটিকে বাড়ির পাশের বাঁশঝাড়ে ডেকে নেয় সজিব। সেখানে তার কয়েকজন সহযোগীর সঙ্গে মিলে একের পর এক জোরপূর্বক গণধর্ষণ করা হয়।
পরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে র্যাব ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-৪ সিপিসি-২ সাভার ক্যাম্পের যৌথ অভিযানে গতকাল শনিবার রাত ১০টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকা থেকে প্রধান আসামি সজিব মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:








