বুধবার

১৭ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

খুলনায় কারাগার থেকে বেরিয়ে ১০ দিনের মাথায় গুলি ও ছুরিকাঘাতে নিহত যুবক

ইমাম হোসেন সুমন (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ২২:৪৭

শেয়ার

খুলনায় কারাগার থেকে বেরিয়ে ১০ দিনের মাথায় গুলি ও ছুরিকাঘাতে নিহত যুবক
ছবি: বাংলা এডিশন

খুলনায় গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগার থেকে বের হওয়ার মাত্র ১০ দিনের মাথায় তাকে হত্যা করা হয়। পুলিশ ধারণা করছে, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সোনাডাঙ্গা থানাধীন করিমনগর এলাকার সৈয়দ আলী হোসেন স্কুলের পাশেই ঘটনাটি ঘটে। নিহত আলাউদ্দিন ঐ এলাকার মনা মুন্সির ছেলে এবং ইলোরা বেগমের বাড়ির ভাড়াটিয়া।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হাওলাদার জানান, সন্ধ্যার সময় আলাউদ্দিন তার স্ত্রীকে নিয়ে বাড়ির বারান্দার সিঁড়িতে বসে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে ৬/৭ জন দুর্বৃত্ত বাড়ির ভিতরে ঢুকে আলাউদ্দিনের সঙ্গে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ কথাবার্তার পর হঠাৎ তারা আলাউদ্দিনকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে।

দুটি গুলি তার বুক ও পেটে বিদ্ধ হয়। গুলির পরে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু হয়।

খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ও সিআইডি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সেখান থেকে ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এসআই সুমন হাওলাদার আরও বলেন, নিহত আলাউদ্দিন পূর্বে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং একাধিক মামলায় দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। ১০ দিন আগে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। মুক্তির পর তিনি দিনমজুরের কাজ করছিলেন বলে পরিবার জানিয়েছে। তবে তাকে হত্যা করার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং অপরাধীদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।



banner close
banner close